ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মুক্তি দেওয়া হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন বা পুলিশকে জানানো হয়নি এবং বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সত্যতা নিশ্চিত হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা হিসেবে বিবেচনা করায় এই ঘটনা ঘটেছে। সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম একে ‘ভুলমুক্তি’ হিসেবে উল্লেখ করে বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভুলবশত আসামিদের ছেড়ে দিয়েছেন। মুক্তিপ্রাপ্তরা হলেন আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম, যারা তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলার আসামি ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি সময়মতো জানানো হলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো। তদন্তে অন্য কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ময়মনসিংহে জামিন ছাড়াই তিন হত্যা আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত