Web Analytics

২৩ বছরেরও বেশি সময় ধরে কানাডায় বসবাসরত সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি এখনও দেশে ফিরতে পারছেন না, কারণ তার ট্রাভেল পারমিটের আবেদনটি অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেড় সপ্তাহ আগে আবেদন করলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, যা নিয়ে প্রশ্ন উঠেছে। নব্বইয়ের দশকে আলোচিত এই রাজনীতিক ২০০২ সালে রাজনৈতিক অস্থিরতা ও একাধিক মামলার কারণে দেশ ছাড়েন। ২০০৬ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হলেও নবায়ন বা নতুন পাসপোর্ট পাননি। ২০১৩ সালে হাইকোর্ট সরকারকে তাকে ট্রাভেল ডকুমেন্ট দিতে নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তার দেশে ফেরার জল্পনা বাড়লেও তিনি বলছেন, আপাতত তার একমাত্র লক্ষ্য দেশে ফেরা। বরিশাল-২ আসনের সমর্থকেরা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকলেও অভি প্রশাসনিক জটিলতায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, নিজের দেশে ফেরার সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।

27 Nov 25 1NOJOR.COM

২৩ বছর পর দেশে ফেরার অনুমতির অপেক্ষায় সাবেক এমপি গোলাম ফারুক অভি

Person of Interest

logo
No data found yet!