ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে কয়লার দাম ও বিদ্যুৎ শুল্ক নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘থ্রি ভিপি চেম্বার্স’কে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পক্ষে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (এসআইএসি) সালিশ কার্যক্রম পরিচালনা করবে। শেখ হাসিনা সরকারের সময় স্বাক্ষরিত বিদ্যুৎ খাতের চুক্তি পর্যালোচনাকারী জাতীয় কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পাঁচ দিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হয়।
বিপিডিবি কর্মকর্তারা জানান, কিংস কাউন্সেল ফারহাজ খানের নেতৃত্বাধীন এই প্রতিষ্ঠানটি কয়েক মাস ধরে আদানি চুক্তি পর্যালোচনায় জাতীয় কমিটিকে পরামর্শ দিয়ে আসছিল। গত বছর আদানি পাওয়ার সিঙ্গাপুরে সালিশ প্রক্রিয়া শুরু করে দাবি করে যে বাংলাদেশ প্রায় ৪৮৫ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেনি। বাংলাদেশ অভিযোগ করেছে, আদানি অস্বাভাবিকভাবে কয়লার দাম বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কৃত্রিমভাবে বৃদ্ধি করছে।
আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার চুক্তি পুনর্মূল্যায়নের উদ্যোগ জোরদার করে। কর্মকর্তারা জানান, আদানি ও কিছু বাংলাদেশি কর্মকর্তার আর্থিক লেনদেনের প্রমাণ দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। বিশিষ্ট আইনজীবীরা সতর্ক করেছেন, চুক্তি বাতিল হলে বাংলাদেশকে সর্বোচ্চ ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে।
কয়লা ও বিদ্যুৎ শুল্ক বিরোধে আদানির বিরুদ্ধে লন্ডনের আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ