গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যা ও পশ্চিমা মদদের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, ইসরাইল পশ্চিমা অস্ত্রে হত্যা চালায়, অনাহারে রাখে এবং যুক্তরাষ্ট্রের ভেটো ও পশ্চিমা সমর্থনে জবাবদিহিতা এড়িয়ে যায়। এক্সে দেওয়া পোস্টে তিনি দ্বিমুখী নীতির অবসান ঘটিয়ে গাজার নিরীহ মানুষকে রক্ষা এবং ইসরাইলি অপরাধীদের বিচার দাবি করেন। সাম্প্রতিক একদিনেই ইসরাইলি হামলায় ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে নিহতের সংখ্যা ৫৯,৫০০ ছাড়িয়েছে।