বাংলাদেশে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকাশিত ফলাফলে দেখা যায়, সরকারি স্কুলে ১ লাখ ৭ হাজার ৫২১ জন এবং বেসরকারি স্কুলে ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই লটারি কার্যক্রমটি মাউশি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) তত্ত্বাবধানে সম্পন্ন হয়। মাউশির পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এই পদ্ধতিতে শতভাগ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
শিক্ষা কর্মকর্তারা মনে করছেন, ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় আস্থা ফিরেছে এবং ভর্তি বাণিজ্য বন্ধে এটি কার্যকর ভূমিকা রাখবে।
ডিজিটাল লটারিতে স্কুল ভর্তি ফল, নির্বাচিত ৩ লাখের বেশি শিক্ষার্থী