পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যরা দোয়া, ফাতিহা পাঠ ও বিশেষ মুনাজাতে অংশ নেন। চিকিৎসক, প্রকৌশলী, অধ্যাপকসহ শতাধিক ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। ড. খান বলেন, জেডআরএফ একটি সম্পূর্ণ অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন এবং ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈদুল আজহায় জিয়াউর রহমানের মাজারে জেডআরএফের শ্রদ্ধা নিবেদন