Web Analytics

৩৮ বছর বয়সেও লিওনেল মেসি ফুটবলে নতুন ইতিহাস গড়লেন। নিউ ইয়র্ক সিটিকে ৫–১ গোলে হারিয়ে ইন্টার মিয়ামি প্রথমবারের মতো মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স শিরোপা জিতেছে। এই ম্যাচে সতীর্থ মাতেও সিলভেতির গোলের পাস দিয়ে মেসি ক্যারিয়ারের ৪০৫তম অ্যাসিস্ট সম্পন্ন করেন, যা ৫৯ বছর আগে ফেরেনশ পুসকাসের ৪০৪ অ্যাসিস্টের রেকর্ডকে ছাড়িয়ে যায়। ম্যাচে মেসির অবদান ছিল একটি অ্যাসিস্ট, তবে সেটিই ইতিহাস গড়ার জন্য যথেষ্ট। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে থমাস মুলার ৩৫২ অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। লুইস সুয়ারেজ, কেভিন ডি ব্রুইনা, আনহেল ডি মারিয়া ও ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন পরের অবস্থানে। মেসির গোলসংখ্যা এখন ৮৯৬, যা তাকে ফুটবল ইতিহাসে সর্বাধিক গোল ও অ্যাসিস্টের মালিক করেছে।

30 Nov 25 1NOJOR.COM

৪০৫তম অ্যাসিস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মেসি, ইন্টার মিয়ামির ইস্টার্ন শিরোপা জয়

Person of Interest

logo
No data found yet!