লালমনিরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন দুর্গাপুর ও বুড়িরহাট বিওপির আওতাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভোর ৩টা ৪০ মিনিটে চওড়াটারী এলাকায় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়। একই রাতে খামারভাতি এলাকায় টহল চলাকালে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, মোট ছয়টি ভারতীয় গরু ও ১৭০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য সাত লাখ ২৮ হাজার টাকা। সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও ইস্কাফ সিরাপ জব্দ