Web Analytics

চীনের শানডং প্রদেশের ইয়ানতাইয়ের লাইঝৌ উপকূলে সমুদ্রের তলদেশে বিশাল স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে, যা এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতল স্বর্ণখনি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, নতুন এই খনিতে ৩ হাজার ৯০০ টনেরও বেশি স্বর্ণ রয়েছে, যা দেশের মোট মজুতের প্রায় ২৬ শতাংশ। যদিও চীনা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানিয়েছে যে প্রকৃত মজুত ধারণার চেয়ে বেশি হতে পারে।

এর আগে লিয়াওনিং ও জিনজিয়াং প্রদেশেও বড় স্বর্ণখনি আবিষ্কারের ঘোষণা দেয় বেইজিং। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চীন বিশ্বের সর্বাধিক স্বর্ণ আকরিক উৎপাদক হলেও, মোট মজুতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়ার পেছনে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চক্ষমতাসম্পন্ন রাডার ও উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করে খনিজ অনুসন্ধান জোরদার করেছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই আবিষ্কার চীনের বৈশ্বিক স্বর্ণবাজারে অবস্থান আরও শক্তিশালী করবে এবং আমদানি নির্ভরতা কমাবে। ২০২১ সাল থেকে খনিজ অনুসন্ধানে প্রায় ৪৫ হাজার কোটি ইউয়ান ব্যয় করে চীন প্রায় দেড়শ নতুন খনি শনাক্ত করেছে।

23 Dec 25 1NOJOR.COM

শানডং উপকূলে সমুদ্রের তলায় এশিয়ার বৃহত্তম স্বর্ণখনি আবিষ্কার করেছে চীন

Person of Interest

logo
No data found yet!