Web Analytics

যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) ইস্যু প্রক্রিয়া স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় জানিয়েছে, জাতীয় ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিভি লটারির আওতায় কোনো নতুন ভিসা ইস্যু করা হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণ এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একজন অধ্যাপক হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তি ডিভি প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এই ঘটনার পর ডিভি প্রোগ্রামের স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়া পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা ইন্টারভিউয়ের তারিখ পেয়েছেন, তারা নির্ধারিত সময়ে ইন্টারভিউ দিতে পারবেন। তবে সফল হলেও নতুন নির্দেশ না আসা পর্যন্ত কোনো ভিসা ইস্যু হবে না। বিদ্যমান বৈধ ভিসাগুলো বহাল থাকবে এবং ডিভি-২০২৭ লটারির বিষয়ে কোনো নতুন আপডেট নেই। প্রক্রিয়াটি পুনর্গঠনের পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে।

10 Jan 26 1NOJOR.COM

নিরাপত্তা যাচাই পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রে ডিভি ভিসা ইস্যু স্থগিত

Person of Interest

logo
No data found yet!