নাটোরের সিংড়ায় খাদ্য অধিদপ্তর লেখা দুই গাড়ি চাল জব্দ করেছে সেনাবাহিনী। চাল জব্দ করে সেনা ক্যাম্পে নেওয়া হয়। চালগুলো আওয়ামী লীগ নেতার মালিকানাধীন বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত জব্দ চাল সিংড়া থানায় হন্তান্তর করেনি সেনাবাহিনী। খুব শীঘ্রই হস্তান্তর করা হবে। দুই গাড়িতে ১৬ টন ২১০ কেজি চাল রয়েছে বলে জানা গেছে। চালগুলোর পূর্ব নিয়ন্ত্রক আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু জানান, সরকারি বিভিন্ন খাতে বরাদ্দকৃত কাবিখাসহ মেম্বার ও চেয়ারম্যানদের কাছ থেকে তিনি চাল কিনে নাটোরে বিক্রি করেন। জব্দকৃত চাল তার বৈধ।
আওয়ামী লীগ নেতার ১৬ টন সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনী