আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুনে বলেছেন, ইসরাইলের চলমান আগ্রাসন ও গাজায় মানবিক সংকট সৃষ্টি করার প্রচেষ্টা কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় তিনি বলেন, ইসরাইলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। তেববুনে গাজার অবকাঠামো ধ্বংস, স্বাস্থ্যব্যবস্থা লক্ষ্যবস্তু করা এবং খাদ্য অবরোধ আরোপের নিন্দা জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে তারা ইসরাইলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করে, গাজার অবরোধ তুলে নেয় এবং সীমান্ত পথ খুলে দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করে। তেববুনে পুনর্ব্যক্ত করেন, আলজেরিয়া ফিলিস্তিনিদের পূর্ণ সার্বভৌমত্ব ও জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন ইসরাইলের আগ্রাসনে ফিলিস্তিন মুছে যাবে না, গাজা অবরোধ তুলে নিতে আহ্বান