Web Analytics

প্রায় চার দশক পর ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন দুই বাংলাদেশি সাঁতারু — কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল ও পাবনার মাহফিজুর রহমান সাগর। যুক্তরাজ্যে দশ দিনের প্রশিক্ষণের পর মঙ্গলবার তাঁরা ১২ ঘণ্টা সাঁতরে চ্যানেলটি পাড়ি দেন। ১৯৮৭ সালে মোশাররফ হোসেনের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি এই সাফল্য অর্জন করলেন। এর আগে ১৯৫৮-৬১ সালে ছয়বার চ্যানেল অতিক্রম করেছিলেন এশিয়ার প্রথম সাঁতারু ব্রজেন দাস এবং ১৯৬৫ সালে সাঁতার কাটেন আবদুল মালেক।

30 Jul 25 1NOJOR.COM

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

Person of Interest

logo
No data found yet!