Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঢাকার মেট্রোরেল টিকিটের ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারি কর্মকর্তারা জানান, ঢাকাবাসীর যাতায়াত ব্যয় কমাতে এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজলভ্য করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় আড়াই লাখ মানুষ মেট্রোরেল ব্যবহার করছেন। ২০২৪ সালের ১ জুলাই পূর্ববর্তী সরকার টিকিটে ভ্যাট আরোপ করেছিল। একই বৈঠকে রমজান মাসকে সামনে রেখে খেজুরের ওপর কর হ্রাস এবং বাণিজ্যিক আদালত অধ্যাদেশসহ কয়েকটি আইনের অনুমোদন দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, ভ্যাট প্রত্যাহারে স্বল্পমেয়াদে রাজস্ব কমলেও এটি গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেবে এবং নগর যানজট কমাতে সহায়ক হতে পারে।

12 Dec 25 1NOJOR.COM

মেট্রোরেল টিকিটে ভ্যাট প্রত্যাহার, যাত্রী সুবিধায় সরকারের ৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি

Person of Interest

logo
No data found yet!