মাত্র ১১ দিনের ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারিয়ে গভীর হতাশায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। অ্যাডিলেডে পরাজয়ের পর তিনি স্বীকার করেন, দলের স্বপ্ন শেষ হয়ে গেছে, তবে বাকি ম্যাচগুলোতে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। কোচ ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে বড় প্রত্যাশা নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ইংল্যান্ড, কিন্তু তিন ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া হয় তাদের।
অন্যদিকে, অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, সিরিজ জয়ের পরও তার লক্ষ্য এখন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। তিনি বলেন, দল শেষ দুই ম্যাচেও সর্বোচ্চটা দিতে চায়। তবে পিঠের চোট থেকে সদ্য ফেরা কামিন্স ইঙ্গিত দিয়েছেন, মেলবোর্ন টেস্টে তার খেলা অনিশ্চিত। তিনি জানিয়েছেন, নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এখন নজর মেলবোর্ন ও সিডনির শেষ দুই টেস্টে। ইংল্যান্ড কি মর্যাদা রক্ষা করতে পারবে, নাকি অস্ট্রেলিয়া পূর্ণ জয় নিশ্চিত করবে, সেটিই দেখার বিষয়।
অ্যাশেজ হারিয়ে হতাশ স্টোকস, হোয়াইটওয়াশের লক্ষ্য কামিন্সের