ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবলীগ নেতার স্ত্রীর পিস্তল দেখিয়ে ফার্মেসির কর্মচারীদের হত্যার হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসারের স্ত্রী লিজা আক্তার ২৩ নভেম্বর সন্ধ্যায় কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসিতে গিয়ে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর ভাইকে খুঁজছিলেন। তাকে না পেয়ে তিনি ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানের মালিক ও কর্মচারীদের গুলি করে হত্যার হুমকি দেন। ফার্মেসির মালিক মো. কাউসার ২৬ নভেম্বর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আব্দুল আলিমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্ত লিজা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার স্ত্রীর পিস্তল দেখিয়ে ফার্মেসি কর্মচারীদের হত্যার হুমকি