জামায়াত নেতা দেলাওয়ার হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিক সমাজের ভূমিকা অবিস্মরণীয়। এ আন্দোলন ছিল সমঅধিকার ও মানবতার মুক্তির আন্দোলন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিপুল সংখ্যক শ্রমিক শহিদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। আরও বলেন, শ্রকিরাই হলো দেশের উন্নয়নের চালিকাশক্তি। শ্রমিকদের পরিশ্রম ছাড়া কোনো উন্নয়ন ঘটবে না। কাজেই সব উন্নয়নের মূল চাবিকাঠি হলেন শ্রমিকরা। আরো বলেন, দেশে খাদ্যদ্রব্যসহ সব কিছুর দাম বাড়লেও শ্রমিকদের দাম কখনো বাড়ে না। শ্রমিকরা তাদের অধিকার চাইলে তাদের লাঠিপেটা করা হয়। যতক্ষণ পর্যন্ত কুরআন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত সুন্নাহর আলোকে সমাজ, শিল্প-কারখানা পরিচালিত না হবে- ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা হবে না।
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিক সমাজের ভূমিকা অবিস্মরণীয়। এ আন্দোলন ছিল সমঅধিকার ও মানবতার মুক্তির আন্দোলন: দেলাওয়ার হোসেন