এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না। জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে সামান্তা শারমীন বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চেয়েছিলাম। জুলাই পদযাত্রার প্রথম ১৫ দিন দ্বিধাদ্বন্দ্ব ও ঝামেলা ছাড়াই পদযাত্রা করেছি। কিন্তু এখন পদযাত্রায় এনসিপি বাধাগ্রস্ত হচ্ছে।
জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না: সামান্তা শারমীন