নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও ও নলজুরী গ্রামের মধ্যে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন থেকে চার দিন আগে জমি চাষ নিয়ে দুই গ্রামের কৃষকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ক্ষোভ থেকে যায়। এর জেরে রোববার সকালে শতাধিক গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণায় জমি চাষের বিরোধে দুই গ্রামের সংঘর্ষে আহত আটজন