নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গায়ে কাপনের কাপড় জড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে তোপখানা সড়ক প্রদক্ষিণ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। তারা বলছেন, বিগত সরকারের সময় শুধু রাজনৈতিক কারণে সারা দেশে অন্তত তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি থেকে বাদ পড়েছে। অথচ এসব শিক্ষকরা কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত নয়। তারপরও তাদের প্রতি অবিচার ও জুলুম করা হয়েছে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সরকারকে অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি দাবি মেনে নিতে হবে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে এবার গায়ে কাপনের কাপড় জড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা।