ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থীর ভুল ফলাফল প্রকাশিত হয়েছে বলে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে। এই ত্রুটির ফলে অনেক অকৃতকার্য পরীক্ষার্থী পাস হিসেবে গণ্য হয়ে যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন, যার মধ্যে শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অভিবাসীরাও রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণও পাওয়া গেছে। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি এই ঘটনায় অযোগ্য অভিবাসীদের শনাক্ত করে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, লিসেনিং ও রিডিং অংশে প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হয়েছে, যা প্রায় ৭৮ হাজার পরীক্ষার্থী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে সংশোধিত ফলাফল দেওয়া হয়েছে।
ঘটনাটি আন্তর্জাতিক ভাষা পরীক্ষার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং যুক্তরাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইংরেজি দক্ষতার ঘাটতি থেকে সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছে।
আইইএলটিএস ত্রুটিতে ৮০ হাজার ভুল ফল, বাংলাদেশসহ তিন দেশে প্রশ্নফাঁস