পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একাংশ আজ বুধবার সাতটি দেশের ভারতীয় দূতাবাসের সামনে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)। সংস্থার জেনারেল কাউন্সেল গুরপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় জানান, ঢাকা, ইসলামাবাদ, মেলবোর্ন, লন্ডন, মিলান, টরন্টো, ভ্যাঙ্কুভার ও ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর ১২টায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
পান্নুন অভিযোগ করেন, ভারতের গোয়েন্দা সংস্থা র-এর নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং ভারতীয় দূতাবাসগুলো এসব কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে কাজ করছে। তিনি আরও দাবি করেন, বাংলাদেশে ছাত্রনেতাদের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র ও মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পরিকল্পনা আন্তর্জাতিকভাবে তুলে ধরাই এই আন্দোলনের উদ্দেশ্য।
এই বিক্ষোভকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দেশগুলোর ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসমান হাদির হত্যার প্রতিবাদে সাত দেশে ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ