রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ দুই সেনাসদস্যের বাড়িতে হামলার ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুজন হলেন- মো. সুজন (৩২) ও শাহিন আক্তার ওরফে খোকন (৪১)। এর আগে গত সোমবার সেনাসদস্য তরিকুল ইসলাম ও মো. আল-আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ দুই সেনাসদস্য সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে তরিকুল ইসলামের বাবা আবদুল হান্নান আওয়ামী লীগের সমর্থক। তাই তার কাছে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে তাদের অভিযোগ।
পুঠিয়া উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ দুই সেনাসদস্যের বাড়িতে হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিএনপির কর্মী।