বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামে মাটি চুরির অভিযোগে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তিনি জানান, প্রকল্পে প্রায় ১২ হাজার ৫০০ ঘনফুট মাটি অনুপস্থিত পাওয়া গেছে, যা নির্মাণকাজে অনিয়মের ইঙ্গিত দেয়।
সম্প্রতি আমিনুল ইসলামকে সরিয়ে মাসুদকে এই দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন, আগামী কয়েক মাসে কাজের মান উন্নত না হলে তিনি নিজেই পদ ছাড়বেন। “আমি চেয়ারের জন্য আসিনি, ক্রিকেটের উন্নতির জন্য এসেছি,” মন্তব্য করেন তিনি। মাসুদ আরও জানান, দীর্ঘদিন ধরে বোর্ডে দায়িত্বের অপব্যবহার হয়ে আসছে, যা বন্ধ করা জরুরি।
বিসিবি একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করবে বলে জানা গেছে। এই ঘটনায় বোর্ডের তদারকি ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ভবিষ্যতে অবকাঠামোগত প্রকল্প ব্যবস্থাপনায় সংস্কারের দাবি জোরালো হতে পারে।