Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ শিক্ষক-কর্মকর্তারা। উপাচার্য বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা দল-মত নির্বিশেষে সবাই স্বীকার করেন। ইসলামী শিক্ষায় অসুস্থদের জন্য দোয়া করার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি উপস্থিতদের ধন্যবাদ জানান। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

01 Dec 25 1NOJOR.COM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে বিশেষ দোয়া মাহফিল

Person of Interest

logo
No data found yet!