দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মবিরতির সময় তারা হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে ন্যায্য গ্রেড ও পদোন্নতির দাবিতে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, করোনা ও ডেঙ্গুর মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করেও তারা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত হচ্ছেন, যেখানে অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছেন। তারা সতর্ক করে বলেন, দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ৩ নভেম্বর অর্ধদিবস ও ৪ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন তারা। আন্দোলনকারীরা জানান, সরকারের উদাসীনতায় তারা ক্ষুব্ধ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি