Web Analytics

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ১৫০ গজের ভেতরে সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আপত্তি জানায় এবং বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪–এর কাছে উভয় বাহিনীর ১২ সদস্যের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, পিলার ৯৩৪–এর সাব পিলার ১ থেকে ১১ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকা হয়ে কুর্শাহাট–দিনহাটা সড়কের অংশ। সড়কটি বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে ৫০ থেকে ৭০ গজ দূরে অবস্থিত, যা আন্তর্জাতিক আইনে নির্ধারিত ১৫০ গজ সীমার মধ্যে পড়ে। অতীতে বিজিবির আপত্তিতে বিএসএফ কাজ বন্ধ করলেও এবার তারা নির্মাণ অব্যাহত রাখে, ফলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

বিজিবির বালারহাট বিওপির কমান্ডার সুবেদার আবু তাহের পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকের পর বিএসএফ ঘটনাস্থল থেকে কিছু নির্মাণ সামগ্রী সরিয়ে নিচ্ছে।

09 Jan 26 1NOJOR.COM

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণে উত্তেজনা, বিজিবির প্রতিবাদ

Person of Interest

logo
No data found yet!