Web Analytics

বাংলাদেশে কার্যরত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন ফি বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে, এখন থেকে লাইসেন্স নবায়নে ১০ হাজার টাকা ফি দিতে হবে, যা আগে ছিল ৫ হাজার টাকা। নতুন ফি কাঠামো ১৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। লাইসেন্স নবায়ন সংক্রান্ত অন্যান্য নির্দেশনা পূর্বের মতোই বহাল থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মানি চেঞ্জার ও গ্রাহকদের অবহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

খাত সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নবায়ন ফি বৃদ্ধি মানে নিয়ন্ত্রক সংস্থা তাদের কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে এবং তাদেরকে ‘গুড বুক’-এ অন্তর্ভুক্ত করেছে। এতে বোঝা যায়, বাজার স্থিতিশীল রাখতে মানি চেঞ্জারদের ভূমিকা নিয়ে বাংলাদেশ ব্যাংক সন্তুষ্ট।

এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক খাতটির প্রতি আস্থা ও বাজার স্থিতিশীলতায় তাদের অবদানের স্বীকৃতি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

13 Jan 26 1NOJOR.COM

১৫ জানুয়ারি থেকে মানি চেঞ্জার লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা নির্ধারণ

Person of Interest

logo
No data found yet!