শুক্রবার বিকেলে শাহবাগের জুলাই চত্বরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব ঘোষণা করা হয়। সম্প্রতি হাদির মৃত্যুর পর রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সমাবেশে বক্তারা শাহবাগ চত্বর ও হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতায় নেওয়ার দাবি জানান।
সমাবেশে হাজারো তরুণ, নারী ও পরিবার অংশ নেয়। অংশগ্রহণকারীরা পতাকা হাতে স্লোগান দেন— ফ্যাসিবাদবিরোধী ও হাদির রক্ত বৃথা না যাওয়ার প্রতিশ্রুতিতে। সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন এবং তার আত্মত্যাগ জাতির প্রেরণা হয়ে থাকবে।
হাদির বোনকে প্রার্থী করার এই প্রস্তাবকে অনেকে প্রতীকী রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন, যা তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও বিরোধী রাজনীতির গতিপথে প্রভাব ফেলতে পারে।