Web Analytics

মঈন খান বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না। জুলাইয়ের প্রতিটি যোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তিনি বলেন, জিয়াউর রহমান শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সততার জন্য সুপরিচিত ছিলেন। একটি সভায় শহীদ জিয়া সকাল ১০টায় গিয়ে দেখেন আয়োজকদের কয়েকজন ছাড়া অন্য কোনো অতিথি উপস্থিত হননি। তখন তিনি মাইক নিয়ে খালি টেবিলে নিজেই তার বক্তব্য সময়মতো দিয়ে চলে যান এই বলে যে, কে এলো বা না এলো তা তার দেখার বিষয় নয়। উনার থেকে অনেক কিছু শেখার আছে। মঈন খান বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ‘অখ্যাত মেজর’ বলে সমালোচনা করে। এই ‘অখ্যাত মেজর’ই জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। উদারতা হলো বিএনপির সবচেয়ে বড় গুণ। তিনি বিএনপিকে একটি সেন্ট্রিস্ট বা মধ্যপন্থি দল হিসাবে বর্ণনা করেছেন। তিনি বিগত সময়ে লীগের নিপীড়ন তুলে ধরে বলেন, বাংলাদেশের মানুষ মধ্যপন্থি নীতি পছন্দ করে এবং কোনো চরম নীতি অনুমোদন করে না।

10 Aug 25 1NOJOR.COM

জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। উদারতা হলো বিএনপির সবচেয়ে বড় গুণ: মঈন

Person of Interest

logo
No data found yet!