Web Analytics

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এতে ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, সাবেক ছাত্র নেতা ওমর ফারুকসহ স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। একই দাবিতে মহিমাগঞ্জ বন্দরে আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হলে আন্দোলন আরও তীব্র হবে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং প্রশাসনের প্রতি ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

20 Dec 25 1NOJOR.COM

গোবিন্দগঞ্জে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও দোয়া অনুষ্ঠিত

Person of Interest

logo
No data found yet!