Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চলে শুক্রবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ককটেল, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর, মধ্যর চর ও কদমীর চর এলাকায় ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া অভিযানে পাঁচজনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচটি শটগান কার্তুজ, আটটি ককটেল, দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শক যন্ত্র, একটি মোবাইল ফোন এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮ টাকা।

খালিয়ার চর এলাকার জাহানারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানে ৯ পদাতিক ডিভিশনের অধীন ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির ১৪০ জন সেনা সদস্য ও ১০ জন পুলিশ অংশ নেন। গত বছরের আগস্ট থেকে এই ইউনিটটি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আড়াইহাজারে মোতায়েন রয়েছে। চরাঞ্চলটি নদী দ্বারা বেষ্টিত ও দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের জানান, এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক তৎপরতা কমবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

09 Jan 26 1NOJOR.COM

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, পাঁচজন আটক

Person of Interest

logo
No data found yet!