ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতায়নসহ দেহরক্ষী দিতে উদ্যোগ নিতে যাচ্ছে ইসি। পাশাপাশি ভোট ব্যবস্থাপনার উন্নয়নে আরও কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে মাঠ কর্মকর্তাদের প্রস্তাব পাঠাতে বলেছে সংস্থাটি। এছাড়া নির্বাচন কমিশন সাতটি সুপারিশ দিয়েছে। সুপারিশগুলো হলো- প্রিজাইডিং অফিসার ও তার টিম মালামালসহ কেন্দ্রে পৌঁছানোর জন্য যথোপযুক্ত যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করা। এই সময় একজন দেহরক্ষী দেওয়া। ১ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া। যতদূর সম্ভব কেন্দ্রের সব মালামাল ও জনবল একইসঙ্গে কেন্দ্রে যাওয়া এবং অবস্থান বাধ্যতামূলক করা। কেন্দ্রের জনবলের আহারের ব্যবস্থা নিশ্চিত করা। ১৯৭২ এর ৮৯ (ক) অনুচ্ছেদ অনুসরণে প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়নের বিষয় বিবেচনা নেওয়া। মোবাইল অ্যাপসের মাধ্যমে রিটার্নিং অফিসার, স্ট্রাইকিং ফোর্স সর্বোপরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা করা।
ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতায়নসহ দেহরক্ষী দিতে উদ্যোগ নিতে যাচ্ছে ইসি। সুপারিশ করেছে সাত দফা!