ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোউল্ডারে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোসফেরিক রিসার্চ (এনসিএআর) ভেঙে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে। ১৯৬০ সালে সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জলবায়ু ও বায়ুমণ্ডল গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। হোয়াইট হাউসের বাজেট দপ্তরের পরিচালক রাস ভোগট জানিয়েছেন, কেন্দ্রটির কেবল ‘জরুরি’ কার্যক্রম অন্য সংস্থায় স্থানান্তর করা হতে পারে।
ভোগট এনসিএআরকে ‘জলবায়ু আতঙ্ক ছড়ানোর অন্যতম উৎস’ বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে এবং এর মেসা ল্যাবরেটরি বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এনসিএআর-এর খ্যাতনামা গবেষক কেভিন ট্রেনবার্থ সতর্ক করেছেন, এই পদক্ষেপ বৈজ্ঞানিক গবেষণায় বড় ক্ষতি ডেকে আনবে এবং আধুনিক জলবায়ু বিজ্ঞানের অগ্রগতি ব্যাহত করবে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জলবায়ু নীতির উল্টো পথে যাত্রার অংশ, যেখানে তিনি বাইডেন প্রশাসনের পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোগগুলো বাতিলের চেষ্টা চালাচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের এনসিএআর ভেঙে ফেলার সিদ্ধান্তে বিজ্ঞানীদের তীব্র উদ্বেগ