মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং দেশজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় রোববার বিকেল পর্যন্ত প্রায় ৯ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এবং ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে বহু স্কুল ও সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় দুজন এবং টেক্সাসে একজনের মৃত্যু হয়েছে। ব্যাপক তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমশীতল বৃষ্টিপাত কয়েক দিন স্থায়ী হতে পারে, যা দেশটির অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে প্রভাবিত করতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি সিবিএস নিউজকে বলেন, বরফ গলতে সময় লাগবে এবং এতে বরফ সরানোর কাজ ব্যাহত হবে।
প্রশাসন সতর্ক করেছে যে, এই বৈরী আবহাওয়া চলমান থাকলে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থায় আরও বিঘ্ন ঘটতে পারে।
মার্কিন তুষারঝড়ে তিনজন নিহত, ৯ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, ১০ হাজার ফ্লাইট বাতিল