বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকে পুলিশ ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী ও তাদের পরিবারের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, ভিড় নিয়ন্ত্রণ এবং খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্প্রতি সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করেছে, যার পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮০ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার