রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা পাঠাবেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। পুতিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, এটি কূটনৈতিক সৌজন্যের অংশ এবং মস্কো আশা করে ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেওয়া সব পক্ষ পূর্ববর্তী চুক্তিগুলো মেনে চলবে।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিন যদি ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে চান, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রুশ গণমাধ্যম জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বড়দিনে অভিনন্দন জানিয়েছেন, যা দুই দেশের মধ্যে সীমিত কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা নির্দেশ করে।
বিশ্লেষকদের মতে, এই শুভেচ্ছা বিনিময় রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনার মধ্যেও সংলাপের ইঙ্গিত দেয়। তবে আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে এমন প্রতীকী পদক্ষেপের বাস্তব প্রভাব কতটা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।