আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিংয়ে তিনি বলেন, অভিযান চলমান রয়েছে এবং প্রতিদিন প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এসব কার্যক্রম নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই, ডিজিএফআই, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আসন্ন ভোটকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসন ও সামরিক বাহিনীর সমন্বিত উদ্যোগ নির্বাচনী সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিতের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখবে ইসি