পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাতে উভয় কর্মকর্তার স্ত্রীগণও উপস্থিত ছিলেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের এই সাক্ষাৎ দেশের সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কুরবানির ত্যাগের আবহে উদযাপিত উৎসবকে আরও অর্থবহ করে তোলে। এটি সামরিক বাহিনীর শীর্ষ নেতৃবৃন্দ ও তত্ত্বাবধায়ক নেতৃত্বের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সেনা ও নৌবাহিনী প্রধান