নিয়োগবিধি সংশোধন, স্নাতক ডিগ্রিকে যোগ্যতা হিসেবে স্বীকৃতি ও বেতন স্কেল উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন সারা দেশের স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলাভিত্তিক এই কর্মসূচি পালিত হয়। নেতারা দীর্ঘদিনের বৈষম্যের অভিযোগ তুলে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তারা বিশ্বাস করেন, দাবিগুলো পূরণ হলে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে।
ছয় দফা দাবিতে সারা দেশে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি