শনিবার, ৩১ জানুয়ারি থেকে রাজধানীর নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬। ২০১৭ সাল থেকে প্রতি বছর এই টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আসরে চারটি বিভাগীয় দল—ইংলিশ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএসই এবং ল’—অংশ নিচ্ছে। লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।
আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী জানান, এই টুর্নামেন্ট নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের অংশ, যার মূল লক্ষ্য সুস্থ প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগি। পাঁচবারের ফাইনালিস্ট ও তিনবারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবারও তাদের পরিচিত আকাশী-সাদা জার্সিতে মাঠে নামবে। এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফ্যান্টাসি কিংডম।
বিশ্ববিদ্যালয়জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, খেলোয়াড়রা শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত, এবং সবাই অপেক্ষায় রয়েছে নতুন মৌসুমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর জন্য।
শনিবার শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬, চার দলের অংশগ্রহণে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে