Web Analytics

রাজশাহীর তিনটি সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ তীব্র আকার ধারণ করেছে। রাজশাহী-১, রাজশাহী-৩ ও রাজশাহী-৫ আসনে মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা লাগাতার আন্দোলন, সড়ক অবরোধ ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন। এসব আন্দোলনের কারণে মনোনীত প্রার্থীরা এলাকায় প্রচার-প্রচারণায় বাধার মুখে পড়ছেন। রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি তুলেছেন। রাজশাহী-৩ আসনে রায়হানুল হক ও নাসির হোসেনের অনুসারীরা স্থানীয় প্রার্থী চেয়ে বিক্ষোভ করছেন। রাজশাহী-৫ আসনে নজরুল ইসলাম মণ্ডলের প্রার্থিতা বাতিলের দাবিতে একাধিক মনোনয়নবঞ্চিত নেতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন। কেন্দ্রীয় বিএনপি নেতারা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলেও মাঠ পর্যায়ে অচলাবস্থা কাটছে না। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এসব অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের ঐক্য ও প্রচারণা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।