সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন করা ১৭ জনকে মানবিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তাদের সবার মাঝে পরিধানের পোশাক, খাদ্য, ওষুধ বিতরণ করা হয়। এসব মালামাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আটক পরিবারের সদস্যরা। জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ৪টি পরিবারের শিশুসহ ১৭ জনকে পুশইন করে বিএসএফ। তাদের আটক করে বিজিবির টহল সদস্যরা আটক করে।
নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন করা ১৭ জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও মো. তরিকুল ইসলাম।