ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিন মঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া ঋণ ও একমোডেশন বিল তৈরি করে বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এই জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বর্তমানে তিনি অন্য মামলায় কারাগারে রয়েছেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর তারিকুল ইসলাম জানান, আর্থিক প্রতারণা ও ভুয়া প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে ঋণ নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। গত বছরের ৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোরশেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
জনতা ব্যাংক অর্থ আত্মসাৎ মামলায় সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর