Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচি, ভোটের প্রস্তুতি এবং ডাকযোগে ভোটের ব্যালট পেপার পরিবহনের সময়সূচি নির্ধারণসহ সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকের আলোচ্যসূচিতে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ, গণভোটের প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির বিষয় অন্তর্ভুক্ত ছিল। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, বৈঠকের সিদ্ধান্তের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।

ইতিমধ্যে আইন-শৃঙ্খলা ও আন্তঃমন্ত্রণালয় বৈঠক সম্পন্ন করেছে ইসি। মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে এবং নির্বাচন আইন কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। কমিশন প্রার্থী, রাজনৈতিক দল ও ভোটারদের সহযোগিতা কামনা করেছে।

07 Dec 25 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তে বৈঠকে ইসি

Person of Interest

logo
No data found yet!