সেনা সদস্যদের পুলিশ কর্তৃক হেনস্তার অভিযোগ নিয়ে সেনা সদর থেকে প্রেরিত একটি প্রশাসনিক চিঠি ভুলভাবে ব্যাখ্যা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ তদন্তে জাতীয় কমিশনের চাহিদার ভিত্তিতে চিঠিটি দেওয়া হলেও, ভুল ব্যাখ্যার আশঙ্কায় তা বাতিল করা হয়। আইএসপিআর বলছে, একটি স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী ও পুলিশের মধ্যে অবিশ্বাস সৃষ্টির চেষ্টা করছে। তারা সকলকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছে এবং দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতার ধারা বজায় থাকবে বলেও জানায়।
সেনা সদর দপ্তরের চিঠি ভুল ব্যাখ্যা করা হয়েছে, বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান আইএসপিআরের