Web Analytics

এনসিটিবি আইন-২০১৮ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন সংশোধন হলে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বই ছাপানোর দায়িত্ব পাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এনসিটিবির আইন সংশোধন করে বই ছাপানোর একটি প্রস্তাব দিয়েছে। আমরা সেটির যাচাই-বাছাই করছি। এর আগে এ সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপে সম্মতি দিয়েছিল পতিত আওয়ামী সরকার। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের কারণে শেষ সময়ে এসে এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি। ডিপিই কর্মকর্তারা বলছেন, বই ছাপানোর জন্য বাজেট বরাদ্দ তাদের মন্ত্রণালয়কে দেওয়া হয়। পরবর্তী সময়ে এনসিটিবিকে পরিশোধ করতে হয়। তাই সরাসরি এ কাজ করলে অর্থ সাশ্রয় হবে। এছাড়া তারা যথাসময়ে বই সরবরাহ ও কাগজের মান ঠিক রাখতে পারছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এনসিটিবির এতদিনে যে অভিজ্ঞতা বা ক্যাপাসিটি অর্জন করেছে, সেটি অন্য কোথাও আছে কি না, যাচাই করে দেখা উচিত।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।