ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্যকে বাস্তব পদক্ষেপ নয়, বরং আলোচনার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার ফিনল্যান্ডের পাবলিক ব্রডকাস্টার ইলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, গ্রিনল্যান্ডে কোনো ধরনের সামরিক দখল পরিস্থিতিকে বিপর্যয়কর করে তুলবে, বিশেষ করে যদি কোনো ন্যাটো দেশ অন্য ন্যাটো দেশের ভূখণ্ডে হস্তক্ষেপ করে।
অর্পো বলেন, ন্যাটো যুক্তরাষ্ট্রের জন্য একটি মূল্যবান জোট এবং তিনি বিশ্বাস করেন না যে ওয়াশিংটন গ্রিনল্যান্ড দখলের মতো চরম পদক্ষেপ নেবে। তিনি স্বীকার করেন, ফিনল্যান্ডের নিরাপত্তা ও প্রতিরক্ষা অনেকাংশেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, তবে ফিনল্যান্ড বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা, জাতিসংঘের ভূমিকা ও আন্তর্জাতিক আইনকে সমর্থন করে।
তার মতে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ডেনিশ জনগণের হাতে থাকা উচিত। এই মন্তব্য আসে ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণে আগ্রহ পুনর্ব্যক্ত করার পর।
গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বিপর্যয়কর হবে বলে সতর্ক করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী