বিপিপিএ-এর পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশব্যাপী সরকারি কেনাকাটায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেমের শতভাগ কাভারেজ নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিপিপিএর সিইও মির্জা আশফাকুর রহমান সভায় জানান, মূল্যমানের দিক থেকে বর্তমানে দেশের মোট সরকারি ক্রয়ের ৬৫ শতাংশ ই-জিপি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। উপদেষ্টা বলেন, ই-জিপির আওতা ১০০ শতাংশে উন্নীত করতে হবে এবং এ লক্ষ্যে বিপিপিএর সিইওকে সংশি্লষ্ট কার্যক্রম ও সম্পদ পরিকল্পিতভাবে পরিচালনার নির্দেশনা দেন।
ইজিপির শতভাগ কাভারেজ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা