বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে দৈনিক আমার দেশ নতুন ইউটিউব চ্যানেল ‘আমার দেশ ঐতিহ্য’ উদ্বোধন করেছে। সোমবার দুপুরে পত্রিকার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে সম্পাদক মাহমুদুর রহমান চ্যানেলটির উদ্বোধন করেন। এর আগে ‘ডেইলি আমার দেশ’ নামে প্রথম ইউটিউব চ্যানেল চালু করে পত্রিকাটি, যা এক বছরের মধ্যে দর্শকদের সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, নতুন চ্যানেলটি রাজনীতির বাইরের বিষয়বস্তুতে গুরুত্ব দেবে এবং ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় চিন্তার ওপর আলোকপাত করবে। তিনি উল্লেখ করেন, আমার দেশ শুধু সংবাদমাধ্যম নয়, এটি বাঙালি মুসলমানদের পরিচয় প্রতিষ্ঠার একটি মাধ্যম। সেই লক্ষ্য পূরণে ইতিহাস ও ঐতিহ্যের দিকে ফিরে যাওয়া জরুরি।
‘আমার দেশ ঐতিহ্য’ চ্যানেলে ইতিহাস, ধর্মীয় মূল্যবোধ, সাহিত্য বিশ্লেষণ ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে বলে জানান সম্পাদক। অনুষ্ঠানে পত্রিকার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য প্রচারে ‘আমার দেশ ঐতিহ্য’ ইউটিউব চ্যানেল চালু